Looking For Anything Specific?

ads header

কি কারণে বর্তমানেও মানুষেরা "জুতা গাছে" জুতা ঝুলিয়ে রাখে?


জুতার গাছ বর্তমানেও প্রচলিত আছে। মানুষ আজও বিভিন্ন বিশ্বাস নিয়ে ছুটে যায় জুতার গাছে জুতা ঝুলিয়ে রাখতে। উন্নত এই বিশ্বে পা দেওয়ার পরেও মানুষ এখনো কু-সংস্কার থেকে বেড়িয়ে আসতে পারেনি। তাই তো আজও অনেকেই অনেক মানত নিয়ে ওই গাছে জুতা ঝুলিয়ে রাখতে যায়। এভাবে জুতা ঝুলাতে ঝুলাতে, গাছের পাতার বদলে গাছে জুতার সংখ্যায়ই বেশী হয়ে গেছে। ফলে গাছের আসল নাম ধরে কেউ আর ওই গাছকে ডাকে না, বরং; সকলের কাছে এটি এখন জুতার গাছ।

আমি এর আগের ২ টি পর্বে বলেছিলাম, এই জুতার গাছের অবস্থান কোথায়? কি কারণে তৈরি হলো? একজন আমেরিকার অধিবাসীর মুখ থেকে কি তথ্য বের হয়ে আসে? ইত্যাদি প্রশ্ন নিয়ে। তোমরা চাইলে আগের পর্বগুলো দেখে আসতে পারো। তোমাদের সুবিধার্থে আমি আগের ২ টি পর্বের লিংক নিচে দিয়ে দিচ্ছি।

১ম পর্ব    ২য় পর্ব

আজকে আলোচনা করা হবে, বর্তমানেও মানুষ কি কারণে এখানে জুতা ঝুলিয়ে রাখে? তো চল শুরু করা যাক আজকের পর্ব।

তোমরা জানো যে, ভালোবাসার মধ্যে যেন ফাটল না ধরে সেজন্য দম্পতিরা, ব্রিজ অফ প্যারিসে গিয়ে তালা মেরে আসেন। তেমনই এক অদ্ভুত কর্মকাণ্ড হলো গাছে জুতা ঝুলানো।

বর্তমানে শতাধিক অঞ্চলে এই জুতা গাছের দেখা মিলে। যে কেউ যেকোনো কারণে এখানে জুতা ঝুলিয়ে রাখতেছে বর্তমানে। হাসি, কান্না, জয়, পরাজয়, উল্লাস, ইত্যাদি সব কিছুতেই মানুষ জুতা ঝুলিয়ে রাখে এই জুতার গাছে। তবে বর্তমানে বৃহৎ কিছু কারণ আছে, এই গাছে জুতা ঝুলিয়ে রাখাকে নিয়ে।

কারণ ০১-ডিপ্রেশন থেকে মুক্তি লাভঃ

অনেকের মতে দুশ্চিন্তাগ্রস্ত মানুষেরা যদি এই জুতার গাছে তাদের এক জোড়া জুতা ঝুলিয়ে রাখে তবে, তাদের দুশ্চিন্তা দূর হয়। তারা আর ডিপ্রেশনে ভুগে না। তারা তখন অনেকটা প্রফুল্ল হয়। স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারে। এই ধারণাটা যে কতটা যৌক্তিক তার কোনো বাস্তব প্রমাণ নেই।

কারণ ০২-মৃতদের আত্মার সন্তুষ্টির জন্যঃ

ইংল্যান্ড এবং ইউরোপে আবার এই জুতার গাছে জুতা অন্য কারণে ঝুলিয়ে রাখা হয়। কোনো পরিবারের কেউ মারা গেলে, পরিবারের সদস্যেরা ওই মৃত ব্যাক্তির আত্মা যেন শান্তি পায়, তুষ্টি পায়, সেজন্য এক জোড়া জুতা ওই জুতার গাছে ঝুলিয়ে রাখে। তাদের বিশ্বাস, এতে মৃতদের আত্মা অনেকটা শান্তি আর তুষ্টি পায়।

কারণ ০৩- যৌন জীবন অনেক সুখের হয়ঃ

বিবাহ করার পর অনেক সময় স্বামী-স্ত্রীর মধ্যে যৌন জীবন নিয়ে ঝগড়া হয়। তাদের যৌন জীবন সুখের হয় না। ফলে অনেক অশান্তি লেগেই থাকে। এইসমস্ত ঝামেলা থেকে মুক্তি পেতে অনেক মানুষ এই জুতার গাছে যায়। সেখানে তারা জুতা ঝুলিয়ে রাখে। তাদের বিশ্বাস এতে করে তাদের যৌন জীবন সুখের ও শান্তির হবে। তাদের যৌন জীবনে কোনো ঝামেলা আর থাকবে না। কিন্তু এই বিশ্বাস যে কতটা যুক্তি-নির্ভর তা নিয়েই তো অনেক সন্দেহ রয়েছে।

কারণ ০৪-সন্তান লাভ করা যায়ঃ

ইউরোপ আর আমেরিকায় যে তত্ত্বটি দীর্ঘদিন ধরে চলে আসছে, সেটি হচ্ছে এই জুতার গাছে যে দম্পতি জুতা ঝুলিয়ে রাখবে, তাদের সন্তান লাভ হয়। অর্থাৎ, যারা নিঃসন্তান, যাদের কোনো সন্তান নেই, তারা এই গাছে সন্তান লাভের জন্য জুতা ঝুলিয়ে রাখে। তাদের বিশ্বাস এখানে তারা জুতা ঝুলিয়ে রাখলে তাদের সন্তান লাভ হবে। কিন্তু বিজ্ঞানের দিক দিয়ে চিন্তা করলে, এই ধারণাটি একেবারে ডাহা মিথ্যা একটি প্রথা।

এসমস্ত কারণে বর্তমানেও অনেক মানুষ এই গাছে জুতা ঝুলিয়ে রাখে। তাদের বিশ্বাস এখনো সেই আদিম যুগেই পড়ে আছে। অনেকের মতে এই কাণ্ড তথা গাছে জুতা ঝুলিয়ে রাখা একটি বদ্ধ উন্মাদের মতো কাজ। মাতাল হলেই মানুষ এমন কাজ করতে পারে।

বন্ধুরা, তোমাদের কি মতামত? জুতার গাছে জুতা ঝুলিয়ে রাখলে কি মনের বাসনা পূরণ হয়? দুঃখ-কষ্ট দূর হয়? অবশ্যই তোমাদের মতামত কমেন্ট করে জানাবে।

আর এরকম নিত্য নতুন অজানা তথ্য পেতে আমাদের ব্লগটির পাশেই থাকো।

ধন্যবাদ সকলকে।

তথ্যসূত্রঃ daily-bangladesh.com

ইমেইজ ক্রেডিটঃ unsplash.com

ইমেইজ ডিজাইনঃ canva.com 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ