Looking For Anything Specific?

ads header

চাঁদ কত বড়?



মহাকাশের যে বস্তুটা আমাদের কাছে অনেক সুন্দর লাগে, যেটা নিয়ে কল্পনা-জল্পনার কোনো শেষ নেই, সেটা আমাদের পৃথিবীর একমাত্র উপগ্রহ চাঁদ। চাঁদের বুড়ির গল্প অনেকেই হয়তো শুনেছি। চাঁদে নাকি বুড়ি থাকে, যে চরকা ঘুরিয়ে সুতা কাটে। তো যেহেতু বুড়ি থাকে সেহেতু তার মানে চাঁদের মাটিতে বাস করা যায়। সেখানকার তাহলে আয়তনও আছে। কিন্তু আসলে চাঁদে তো আর বুড়ি নেই। সেটা তো একটা রূপকথার গল্প। তাহলে কি চাঁদের মাটি নাই,ক্ষেত্রফল নাই, আয়তন নাই? সবই আছে।
তো আজকের প্রশ্ন হলোঃ চাঁদ কত বড়?
দিনের বেলায় আমরা সূর্যকে দেখি। রাতের বেলা দেখি চাঁদকে। লক্ষ্য করলে দেখতে পাবো দুটোই দেখতে একই রকমের আয়তনের। অর্থাৎ দেখলে মনে হয় চাঁদ আর সূর্য সমান, চাঁদ সূর্যের মতই বড়।
কিন্তু বাস্তবিক পক্ষে চাঁদ, সূর্যের থেকে অনেক বড়। চাঁদ আসলে পৃথিবীর থেকেই ছোট, পৃথিবী আবার সূর্যের থেকে অনেক ছোট। তাহলে বুঝতেই পারছ যে চাঁদ কত ছোট।
চাঁদ তো গোলাকৃতির মতো একটা বস্তু। এটা তো তোমরা জানোই। গোলাকৃতি বস্তুর ব্যাস থাকে। তাহলে চাঁদেরও নিশ্চয়ই ব্যাস আছে। হ্যাঁ, চাঁদের গড় ব্যাস, পৃথিবীর গড় ব্যাসের ০.২৩৭ গুন। যেহেতু গড় ব্যাস কথাটা বললাম, তার মানে চাঁদ পুরোপুরি গোলাকার নয়। তো চাঁদের ব্যাস তাহলে কত?
চাঁদের বিষুবীয় অঞ্চলের ব্যাসার্ধ প্রায় ১৭৩৮.১৪ কিলমিটার, যা পৃথিবীর প্রায় ০.২৩৭ গুন।
তারপরে চাঁদের মেরু অঞ্চলের ব্যাসার্ধ কত তা জেনে নিই। চাঁদের মেরু অঞ্চলের ব্যাসার্ধ প্রায় ১৭৩৬ কিলোমিটার, যা বিষুবীয় অঞ্চলের থেকে প্রায় ২ কিলোমিটার কম।
এইবার তাহলে জেনে নেওয়া যাক, গড় ব্যাসার্ধ কত কিলোমিটার।
চাঁদের গড় ব্যাসার্ধ প্রায় ১৭৩৭.১০৩ কিলোমিটার।
চাঁদের পৃষ্ঠের ক্ষেত্রফল প্রায় ৩.৭৯৩×১০৭ বর্গকিলোমিটার, যা পৃথিবীর প্রায় ০.০৭৪ গুন। 
আয়তনের কথা বলা যাক তাহলে এবার। চাঁদের আয়তন ২.১৯৫৮×১০১০ বর্গকিলোমিটার, যা পৃথিবীর থেকে ০.০২ গুন কম।
তাহলে বুঝতেই পারছ, চাঁদ পৃথিবীর তুলনায় কত ছোট।

 অন্যদিকে সূর্যের আয়তন ১.৪১×১০২৭ বর্গকিলোমিটার, যা পৃথিবীর তুলনায় প্রায় ১,৩০০,০০০ গুন বেশি। 
তাই বুঝতে এর বাকি নেই যে, চাঁদ সূর্যের তুলনায় অনেক ছোট।
তাহলে প্রশ্নটা করা উচিত ছিল যে, চাঁদ কত ছোট? তাই না?
তবে যাই হোক, বুঝতে তো পারলে যে চাঁদ কত ছোট?
চাঁদকে তাহলে কেন সূর্যের আকারের মতো দেখা যায়? 
এই প্রশ্নের উত্তর জানতে আমাদের ব্লগটিকে Follow কর, যাতে এই বিষয়ে নতুন লেখা বের হলে সবার প্রথমে তুমিই পেয়ে যাও।
আজকে তাহলে এই পর্যন্ত থাক।
আবার দেখা হবে নতুন লেখায়।
ততক্ষণ সুস্থ থাকিও ভালো থাকিও।
আল্লাহ হাফিজ।

একটি মন্তব্য পোস্ট করুন

1 মন্তব্যসমূহ