Looking For Anything Specific?

ads header

হিন্দু না বৌদ্ধ? কার কাছে পদ্ম ফুল বেশী পবিত্র?

‘হিন্দুধর্ম’ নাম শুনেই বুঝতে পারছ ভারতবর্ষের একটি বৃহৎ ধর্ম। এই ধর্মের অনুসারীরা কোথায় বাস করে? কি উল্টা-পাল্টা প্রশ্ন করতে শুরু করেছি তাই না? সবাই তোমরা জানো এই ধর্মের অনুসারীদের বৃহৎ অংশই বাস করে ভারতে।
প্রত্যেক ধর্মেরই একটা পবিত্র-অপবিত্র, শুভ-অশুভ ব্যাপার বা জিনিস থাকে। যেমন ইসলাম ধর্মে মক্কা- মদিনা নগরী হচ্ছে মুসলমানদের পবিত্র স্থান। হিন্দু ধর্মে কাশী একটি শুভ স্থান। এরকম সব ধর্মের লোকদের কাছেই কিছু না কিছু শুভ স্থান থাকে। 
এতো বললাম শুভ স্থানের কথা। এবার তাহলে শুভ জিনিস এর কথা বলি।
মুসলমানদের কাছে যেমন জমজম কুপের পানি পবিত্র, তেমনি হিন্দুদের কাছে গঙ্গার পানি পবিত্র। এরকমভাবে একেক ধর্মে একেক শুভ-অশুভ ব্যাপার আছে, থাকবেই।
তো আজকের আলোচনা হচ্ছে পদ্ম ফুল কোন ধর্মের কাছে পবিত্র এবং কেন?
এর উত্তর তোমরা হয়তো অনেকেই জানো। এর উত্তর হবে হিন্দু ধর্মের লোকদের কাছে এই পদ্ম ফুল অনেক পবিত্র।
তবে বৌদ্ধ ধর্মের লোকদের কাছেও এই ফুল পবিত্র। কিন্তু হিন্দুদের কাছে এর গুরুত্ব বেশী।
কিন্তু প্রশ্ন হলো কেন এই ফুল হিন্দুদের কাছে বেশী পবিত্র?

 
তো শুরু করি কেন পদ্ম হিন্দুদের কাছে এতো প্রিয়।
১। ধর্মীয় শিক্ষা বহন করেঃ এই পদ্ম ফুল হচ্ছে এমন একটা ফুল যার একেক স্তরের পাপড়ি একেক প্রাচ্য ধর্মীয় শিক্ষা বহন করে।
২। বিষ্ণু দেবের নাভি থেকে সৃষ্ট বলেঃ গল্পগাথায় প্রচলিত আছে যে এই পদ্ম ফুল নাকি হিন্দুদের বিষ্ণু দেবের নাভি থেকে সৃষ্টি হয়েছে। তাই তারা এটাকে অনেক পবিত্র মনে করে।
৩। ব্রক্ষ্মা দেব এর কেন্দ্রে বসে আছেনঃ গল্পগাথা থেকে এটাও অনেকে বলে যে হিন্দুদের ব্রক্ষ্মা দেব এই পদ্মের কেন্দ্রে বসে আছেন। তাই হিন্দুরা একে শুভ মনে করে।।
৪। হিন্দুরা একে ভগবানের সৌন্দর্য হিসেবে মনে করেনঃ হিন্দুদের মধ্যে অনেকেই বিশ্বাস করেন যে, তাদের ভগবানের হাত আর পা পদ্ম ফুলের মতো। আর তার চোখ পদ্ম ফুলের মতো। পদ্মের পাপড়ি যেমন কোমল, তাদের ভগবানের স্পর্শ আর দর্শনও সেরকম। তাই তারা একে অনেক পবিত্র মনে করে।
৫। পদ্মকে পবিত্র আত্মা মনে করেঃ হিন্দু ধর্মে বলা হয়েছে, “ প্রত্যেক মানুষের মধ্যেই পদ্মের পবিত্র আত্মা রয়েছে”। 
এসকল কারণেই মূলত হিন্দুরা এই পদ্ম ফুলকে এতো পবিত্র মনে করে, পুজা পার্বণে এটি ব্যাবহার করে। 
বন্ধুরা তোমাদের কাছে এই পদ্ম ফুলকে কেমন লাগে, তা কমেন্ট করে জানাও।
আর এরকম অজানা সব তথ্য পেতে আমাদের ব্লগটিকে Follow কর।
আজকে তাহলে এখানেই থাক।
আবার অন্য তথ্য নিয়ে হাজির হবো ইনশাল্লাহ।
ততদিন সুস্থ থাক, ভালো থাক।
ধন্যবাদ এতক্ষণ পড়ার জন্য।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ