Looking For Anything Specific?

ads header

চাঁদ পৃথিবীর কোন দিক দিয়ে ঘুরে?

 

ছোটকাল থেকেই যেটা সম্পর্কে নানা রূপকথার গল্প শুনেছি, কখনো বা ছুঁইতে চেয়েছি তাকে, সেটা আর কিছুই না, আমাদের খুবই চেনা পরিচিত চাঁদ। চাঁদ সম্পর্কে আমাদের সবারই মোটামুটি একটা ধারনা আছে। চাঁদ দেখেনি বা চাঁদ কি তা জানে না, এমন লোক খুজে পাওয়া দুষ্কর। সবাই চাঁদ দেখেছি (অবশ্য যারা অন্ধ তারা নয়)। 

আজকের প্রশ্নঃ চাঁদ পৃথিবীর কোন দিক দিয়ে ঘুরে?

এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে বলে দিই, বন্ধুরা তোমরা তো জানো যে পৃথিবী সূর্যের চারদিকে আবর্তন করে। আবার নিজ অক্ষের উপরেও আবর্তন করে ঘুরে। নিজ অক্ষে পৃথিবী পশ্চিম দিক থেকে পূর্ব দিকে ঘুরে, তাই দেখি সূর্য পূর্ব দিকে উঠে আর পশ্চিম দিকে অস্ত যায়। 

চাঁদ পৃথিবীকে প্রদক্ষিণ করে, এটা তো তোমরা জানো। আরও জানো, কোনো কিছু কাউকে যখন কেন্দ্র করে ঘুরে তখন একটা নির্দিষ্ট অক্ষ বরাবর আবর্তন করে বা ঘুরে। চাদের বেলাও ঠিক একই কথা হবে। চাঁদ পৃথিবীকে কেন্দ্র করে একটা নির্দিষ্ট কক্ষপথে ঘুরছে। আর এই ঘূর্ণন হয় পশ্চিম থেকে পূর্ব দিকে। অর্থাৎ চাঁদ পৃথিবীর পশ্চিম থেকে পূর্ব দিকে ঘুরে। আমার  এই তথ্য আমি ‘চাঁদ উইকিপিডিয়া’ পড়ে জানতে পেরেছি। তাই চাদের ঘুরা যে পশ্চিম থেকে পূর্ব দিকে এই কথাটা ভিত্তিহিন নয়। তোমরা চাইলে নিজেরা ‘চাঁদ উইকিপিডিয়া’ পড়ে আসতে পার। আর বন্ধুরা এরকম অজানা সব তথ্য পেতে আমাদের ব্লগটিকে Follow করুন। 


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ