Looking For Anything Specific?

ads header

তুলসী পাতা কেন পবিত্র?

 

“তুলসী” নামটি শুনেই বুঝা যাচ্ছে এটা খুব উপকারী গাছ। এই গাছ, বিশেষত এর পাতা, কাশী হলে তা নিরাময়ের জন্য ব্যবহার করা হয়। অর্থাৎ, এটি একটি ঔষধি গাছ।

কিন্তু এটা শুধু ঔষধ হিসেবেই ব্যবহার হয় না, বরং; কারো কাছে এই তুলসী গাছ পবিত্রতার প্রতীক।

বন্ধুরা তোমরা কি জানো, কাদের কাছে এটি পবিত্রতার প্রতি?

তোমাদের মধ্যে অধিকাংশই বলবে, হ্যাঁ জানি। এটা তো খুবই সহজ প্রশ্ন। তুলসী গাছ তো হিন্দুদের কাছে খুবই পবিত্র একটি গাছ।

কিন্তু তোমরা কি জানো, কেন এটি তাদের কাছে খুবই পবিত্র একটি গাছ? যারা জানো না, তাদের জন্য আজকের এই আয়োজন। 

তো বন্ধুরা চল শুরু করি আজকের এই প্রশ্ন সংক্রান্ত উত্তর এর ব্যাখ্যা।

আমরা যদি ভালোভাবে লক্ষ্য করি, তাহলে দেখব, বিশ্বজুড়ে লক্ষ লক্ষ হিন্দুরা তাদের ধর্মীয় কর্মকাণ্ডে এই তুলসী গাছ ব্যবহার করে আসছে। তোমরা দেখবে প্রত্যেক মন্দিরে একটা করে তুলসী গাছ আছে, থাকবেই। কোনো কোনো মন্দিরে আবার অনেক তুলসী গাছ থাকে। তোমাদের মধ্যে কারো যদি হিন্দু বন্ধু থাকে, তাহলে তোমরা তাদের বাসায় গিয়ে দেখবে যে, সেখানেও এই তুলসী গাছ আছে। আর তোমাদের মধ্যেই কেও যদি হিন্দু হও, তাহলে তো কোনো কথাই নেই, তোমরা (যদি তুমি হিন্দু ধর্মাবলম্বী) তো তোমাদের বাসায় তুলসী গাছ রাখবেই, তাই না?

কিন্তু প্রশ্ন হলো কেন তারা এটা রাখে? কেন বা এটা এত পবিত্র? যারা হিন্দু তারা তো জানোই। কিন্তু যারা অন্য ধর্মাবলম্বী, তারা তো এটা জানো না, তাই না? 

এর মূলত বেশ কিছু কারণ আছে। নিচে কিছু কারণ দেওয়া হলোঃ 

১। দেবী বিরিন্দা তুলসী পাতা হিসেবে জন্ম নেনঃ 

হিন্দু ধর্মে বলা হয়েছে যে, কৃষ্ণ বৃন্দাবনে জন্মগ্রহণ করেন। সেখানে তার ভক্ত তৈরি হয়। তো কৃষ্ণের এবং তার ভক্তদের সেবা করার জন্য একজন অভিবাবক দরকার পড়ে। তখন দেবী বিরিন্দাই নাকি তুলসী পাতা হিসেবে জন্ম নেন সেখানকার অভিবাবক হিসেবে। তাই এই তুলসী গাছ এত পবিত্র।

২। কৃষ্ণ নিজেই দেবী বিরিন্দাকে তুলসী আকারে গ্রহণ করেছেনঃ

অন্য এক প্রাচীন গ্রন্থে বলা হয়েছে যে, কৃষ্ণর ভক্তদের সেবা করার জন্য যখন একজন অভিভাবক দরকার পড়ে, তখন কৃষ্ণ নিজেই, দেবী বিরিন্দাকে তুলসী হিসেবে গ্রহণ করেন। ফলে এই গাছ হিন্দুদের কাছে এত পবিত্র।

৩। এই গাছ জন্মালেই সেখানকার মাটি বৃন্দাবন হয়ে যায়ঃ

অনেকে বিশ্বাস করে যে, যেখানেই এই গাছ জন্মাক না কেন, সেখানকার মাটি বৃন্দাবনের মাটির মতো নাকি পবিত্র হয়ে যায়। তাই এই তুলসী গাছ তাদের কাছে এত পবিত্র।

বন্ধুরা, এতক্ষণ যে তুলসী গাছের পবিত্রতা সম্পর্কে আলোচনা করলাম, তোমাদের কাছে কি এটা পবিত্র বলে মনে হয়? 

তোমাদের কাছে কেমন লাগে এই তুলসী গাছ বা তার পাতা? অবশ্যই কমেন্ট করে জানাবে।

আর হ্যাঁ, এমন অজানা সব তথ্য পেতে আমাদের ব্লগটিকে Follow করবে

তোমরা চাইলে আমাদের ফেসবুক গ্রুপে যোগ দিতে পার। আমাদের ফেসবুক গ্রুপ এর ঠিকানাঃ “অজানা তথ্য”

ধন্যবাদ সকলকে।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ