Looking For Anything Specific?

ads header

#rainbo_iukeliptas বিশ্বে অবাক করা 'রেইনবো ইউক্যালিপ্টাস' গাছ

আপনি কি জানেন আমাদের এই পৃথিবীতে এমন ইউক্যালিপ্টাস গাছ আছে যার রঙ একেবারে রংধনু এর মতো। আপনি মনে করবেন হয়তো আমি ইয়ার্কি-ঠাট্টা করছি। কিন্তু আপনাদের বলে দিতে চাই যে আমি মোটেও ঠাট্টা করছি না, যা বলছি তা একেবারে ১০০ শতাংশ সত্য কথা। আপনি জেনে অবাক হবেন যে এর গা এর মধ্যে ৭ টি রঙ এর কম্বিনেশন দেখা যায়। আপনারা হয়তো অনেক ইউক্যালিপ্টাস গাছ দেখেছেন। কিন্তু এই ধরনের গাছ কি কখনো দেখেছেন? অবশ্যই কমেন্ট করবেন।


চিত্র দেখেই বুঝতে পারছেন এটা ইউক্যালিপ্টাস গাছ। কিন্তু এটা সাধারণ কোনো গাছ না। বিশ্বের অবাক করা গাছদের মধ্যে এটি একটি। ১ম যখন মানুষ এটাকে দেখে তখন তারা একে অলৌকিক গাছ বলে সম্বোধন করেছিল। তারা মনে করেছিল এই গাছই মনে হয় রংধনু তৈরি করে আকাশে দেয়। তবে যাই হক, আপনারা কি জানেন এই গাছ কোথায় পাওয়া যায়? কোথায় এটি বংশবিস্তার করে? এটি জন্মানোর জন্য কেমন আবহাওয়া দরকার? এর উচ্চতা কত? তাহলে আর্টিকেলটি সম্পূর্ণটা পড়ুন।

অবস্থানঃ এটি মূলত হাওয়াই দ্বীপপুঞ্জ ও ফিলিপাইনের দ্বীপপুঞ্জের ক্রান্তীয় বনে পাওয়া যায়। এছাড়াও প্রশান্ত মহাসাগরের বিভিন্ন দ্বীপপুঞ্জে এদের দেখা যায়।

তবে কৃত্তিমভাবে এটাকে চাষ করতে দেখা যায়। ১৯২৯ সালে ১ম যুক্তরাষ্ট্রের দক্ষিণ ফ্লোরিডা রাজ্যে এই গাছটিকে কৃত্তিমভাবে চাষ করা হয়েছিল। তখন থেকেই এর চাষ ছড়িয়ে পড়তে শুরু করে। তবে আবহাওয়া নির্ভর এই গাছ সব জায়গায় জন্মাতে পারে না বলে বর্তমানে শুধু কিছু অঞ্চলে এদের দেখা যায়। বতমানে আফ্রিকা, চিন, কিউবা, ব্রাজিল ইত্যাদি দেশের কিছু অঞ্চলে কৃত্তিমভাবে চাষ করতে দেখা যায়। 

উচ্চতাঃ প্রাকৃতিকভাবে জন্মানো এই রেইনবো ইউক্যালিপ্টাস ৭০ মিটার পর্যন্ত লম্বা হয়। তবে কৃত্তিমভাবে একে চাষ করলে সর্বোচ্চ ৩০ মিটার এর একটু বেশি লম্বা হতে পারে।

আবহাওয়াঃ প্রচুর আর্দ্রতা আর গরম বা উষ্ম জলবায়ু অঞ্চল এর আবহাওয়া এদের জন্য বেড়ে ওঠার প্রধান শর্ত। তাই উপরে উল্লিখিত অঞ্চল এ এদের পাওয়া যায়।

তো বন্ধুরা এই অবাক করা গাছ সম্পর্কে আপনি কি আগেই অবহিত ছিলেন? যদি না থাকেন তবে এই আর্টিকেলটি পড়ে আপনার নিশ্চয়ই লাভ হয়েছে। আর এরকম অনেক অজানা তথ্য পেতে আমাদের ব্লগটিকে Follow করুন। 

আজকে এ পর্যন্তই থাক।

আবারো অন্য লেখাতে অন্য অজানা তথ্য নিয়ে হাজির হব ইনশাল্লাহ।

ততদিন সুস্থ থাকুন ভালো থাকুন।

আল্লাহ হাফেজ।


একটি মন্তব্য পোস্ট করুন

2 মন্তব্যসমূহ