Looking For Anything Specific?

ads header

জুতারও আবার গাছ হয় নাকি? না দেখলে বিশ্বাসই হবে না।


আমাদের এই বিশ্বে আমরা অনেক ধরণের গাছ দেখেছি। কিন্তু কেউ কি জুতার গাছ কোনোদিন দেখেছি? এটা কোনো কল্পকাহিনী নয়। সত্যিই পৃথিবীতে এমন জায়গাও আছে, যেখানে গেলে এই জুতার গাছ পাওয়া যায়। তাহলে সেই জুতার গাছ কোথায়? এবং গাছে জুতাই বা ধরে কি করে? চিন্তার কোনো কারণ নেই। আজকের এই পর্বে এই জুতার গাছ নিয়ে আলোচনা করা হবে।
আমাদের এই পৃথিবীতে আমরা ফলমূল, শাকসবজি, ফুল ইত্যাদি গাছ দেখে অভ্যস্ত। কারণ এগুলো আমাদের কাছে সাধারণ বিষয়। কিন্তু কেউ যদি আমাদেরকে জিজ্ঞাসা করে যে, ভাই জুতার গাছ কোথায় পাবো? তাহলে অনেকেই আমরা তাকে মেন্টাল বা পাগল বলে সম্বোধন করব। কারণ, জুতারও আবার গাছ হয় নাকি? কিন্তু আমি যদি বলি, জুতারও গাছ হয়। তাহলে কি বলবে তোমরা?
তোমাদের বলার আগেই আমি বলে দিই আমার কথার প্রমাণসমূহ সম্পর্কে। 
হ্যাঁ বন্ধুরা, সত্যিই পৃথিবীতে এমন গাছ আছে, যার কান্ডে অনেক জুতা ঝুলে থাকে। এই জুতার গাছকে বলা হয়, সু-ট্রি। আর এই সু-ট্রি বা জুতার গাছকে সাধারণত কালস্কা সু-ট্রি নামে অভিহিত করা হয়। আর এই গাছের দেখা মিলবে মার্কিন যুক্তরাষ্ট্রের একটি স্থানে। স্থানটির নাম মিশিগান। এটি মার্কিন যুক্তরাষ্ট্রের উত্তর-পশ্চিম অঞ্চলে অবস্থিত। জনশ্রুতিতে জানা গেছে যে, এখান থেকেই হয়তো এই জুতার গাছের সুচনা শুরু হয়।
তবে একমাত্র মিশিগানই নয়, বিশ্বে এরকম প্রায় ১০০ টি অঞ্চলে এই জুতা-গাছের দেখা মিলে। হাওয়ায়, অস্ট্রেলিয়া, জার্মানি, নেদারল্যান্ডস, যুক্তরাজ্য, সাউথ আফ্রিকা, চীন, রাশিয়া, মধ্য প্রদেশসহ বিশ্বজুড়েই বিভিন্ন স্থানে মিলবে এই জুতা-গাছ। কিন্তু এই জুতা গাছ কি করে তৈরি হলো তার সঠিক তথ্য কেউ জানে না। মানুষ শুধু এর প্রসঙ্গে আন্দাজ করতে পারে।
আরেকটা বিষয়ে সঠিক তথ্য নেই। এই গাছ কবে থেকে দেখা গেছে? অর্থাৎ এর সূচনাকাল কি?
বহু মানুষের দাবি, এই জুতা গাছ ১৯৯৫ সাল থেকে দেখা মিলতে শুরু করেছে। তবে এই গাছ কবে থেকে রয়েছে, তার কোনো তথ্য কেউ সঠিকভাবে বলতে পারে না।
আমরা এতক্ষণ জুতার গাছের কথা বললাম, কিন্তু এই জুতার গাছ কি?
আসলে জুতার গাছ বলতে কিছুই নেই। তবে গাছের মধ্যে জুতা ঝুলিয়ে রাখা হয়েছে বিশেষ কোনো কারণে, জুতার পরিমাণ এত বেশী যে, ওই গাছে পাতার চেয়ে জুতার সংখ্যায় বেশী, এরকম গাছকে তখন জুতা-গাছ বলে। ইংরেজিতে যাকে সু-ট্রি বলা হয়। আর ২০০৫ সালে নর্দার্ন এক্সপ্রেসে প্রকাশিত একটি প্রতিবেদন অনুযায়ী, এই জুতার গাছকে অনেকে “দ্য গ্রেটস লিটসভিলে ‘সু-ট্রি” নামে ডাকে থাকে।
কিন্তু কি কারণে গাছে জুতা ঝুলিয়ে রাখা হয়? জানতে ইচ্ছা হচ্ছে, তাই না?
এই জুতা ঝুলিয়ে কেনো যে রাখা হয়, তার কোনো সুস্পষ্ট তথ্য নেই। তবে এই বিষয়ে খানিক তথ্য মিলেছে। কিন্তু একজনের তথ্য অপর তথ্যের সাথে অমিল। তবুও তোমাদের জানিয়ে দিই এই সম্পর্কে কিছু অনুমান করা কাহিনী।
মতবাদ ০১। 
মিশিগান শহরে এই গাছের সূচনা হয়। অনুমান করা হয় এই গাছের সূচনা করে এক সিরিয়াল কিলার। ওই সিরিয়াল কিলার মিশিগানে অনেক মানুষকে হত্যা করে। শুধু মিশিগান নয়, আশেপাশের অঞ্চলগুলো থেকেও সে মানুষ হত্যা করত। কিন্তু মোট কতোগুলো মানুষকে সে হত্যা করেছে তার হিসাব সে রেখে দিতে চেয়েছিল। তাই যাকেই হত্যা করত তার জুতা সে নিয়ে আসতো। নিয়ে এসে সে গাছের মধ্যে ঝুলিয়ে রাখত। এই থেকে নাকি জুতা-গাছের সূচনা হয়।
মতবাদ ০২।
অনেকেই এটা মনে করেন যে, এখানকার মানুষেরা না ফেরার দেশে যাওয়ার আগেই তাদের জুতা এই গাছে ঝুলিয়ে রাখত, যেন তারা চলে গেলেও তাদের স্মৃতি এই গাছে থেকে যায়।

আরও বেশ কিছু মতবাদ আছে এ সম্পর্কে। তোমরা কি আরও মতবাদ সম্পর্কে জানতে চাও? জানতে চাও কোন ধরণের জুতা ঝুলিয়ে রাখা হয়?
জানতে চাইলে কমেন্ট কর।
এর ২য় পর্বে আমি বাকি মতবাদগুলো তুলে ধরব।
ধন্যবাদ সকলকে।
তথ্যসূত্রঃ daily-bangladesh.com
ইমেইজ ক্রেডিটঃ pexels.com
ইমেইজ ডিজাইনঃ canva.com

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ