বন্ধুরা, মৃত্যুর পরে বিয়ে হয়, এমন রীতির কথা কেউ কোনোদিন শুনেছ? অনেকেই বলবে, পাগল নাকি? মৃত্যুর পরে যে কি ভয়ানক শাস্তি রয়েছে, তা ভাবাই যায় না, আর মৃত্যুর পর বিয়ে হবে? তোমাদের বিশ্বাস না হলেও, এটাই সত্যি। পৃথিবীর এমনও সম্প্রদায়ের লোকজন আছে, যারা অবিবাহিত মৃতদের কবরে দাফন করার আগেই বিয়ে দিয়ে দেয়। অর্থাৎ, কোনো যুবক যদি বিয়ে করার আগেই মৃত্যুবরণ করে, তবে তাকে কবরে দাফন করার আগেই উপযুক্ত পাত্রী খুঁজে বিয়ে দেওয়া হয়। অনেকেই তোমরা বলতে পারো যে, কোন নারী ওই মৃত যুবককে বিয়ে করবে? নিচের সম্পূর্ণ লেখাটি পড়, তাহলে বুঝতে পারবে, কে মৃতকে বিয়ে করে?
আমাদের এই পৃথিবীতে অজানা রহস্যের/তথ্যের কোনো শেষ নেই। অদ্ভুত সব কাণ্ডকীর্তিরও কোনো শেষ নেই। পৃথিবীতে জনসংখ্যা যত বৃদ্ধি পায়, তাদের মধ্যে বিভিন্ন দল/সম্প্রদায় সৃষ্টি হয়। ফলে প্রত্যেক সম্প্রদায়ের কাছে তাদের নিজস্ব কিছু রীতি/সংস্কৃতি তৈরি হয়ে যায়। এটা প্রত্যেকের কাছেই একটি গৌরব সৃষ্টিকারী বিষয়। কিন্তু মাঝে মাঝে কিছু সম্প্রদায় এমন কিছু রীতি তৈরি করে, যা দেখলে বা শুনলে মানুষেরা অবাক হয়ে যায়। মানুষের সেটা অদ্ভুত লাগে; যদিও, যারা তৈরি করে, তাদের কাছে এটি একটি সাধারণ বিষয়। এমন কিছু রীতি হলো “মৃতের সাথে বাস”, “মৃতের সাথে বিয়ে” ইত্যাদি।
আজকের আলোচনা হবে, মৃতের সাথে বিয়ে নিয়ে। তো চল আর দেড়ি না করে শুরু করা যাক আজকের পর্ব।
চীন দেশের কথা। চীনের একটি গ্রাম। নাম তার শাংসি গ্রাম। এই গ্রামে বাস করে চীনের ক্ষুদ্র সম্প্রদায়ের কিছু লোক। এখানকার গ্রামবাসীদের বিশ্বাস অদ্ভুত রকমের। এরা মৃতের সাথে বিয়ে করে। কি অবাক করা বিষয়, তাই না? আমাদের দেশে তো জিবন্ত কারো দোষ, ত্রুটি পেলেই, তাকে মেয়েরা বিয়ে করতে চায় না। আর ওখানে তথা শাংসি গ্রামে মৃতের সাথে বিয়ে করে! অদ্ভুত হলেও, এটাই বাস্তবতা।
শাংসি গ্রামের অধিবাসীদের বিশ্বাস, কোনো অবিবাহিত পুরুষ বিয়ে করার আগেই মৃত্যুবরণ করলে, তার পরিবারটি অভিশপ্ত হয়ে যায়। যে মৃত্যুবরণ করে, তার আত্মাও শান্তি পায় না, এমনকি তার পরিবারও অশান্তিতে ভুগে। ফলে তাদের পরিবারে নেমে আসে কালো মেঘের ছায়া। তাদের বিশ্বাস, মৃতরা তখন শান্তি পায় না বলে, তাদের পরিবারে অভিশাপ দেয়। কেন তারা তাকে মৃত্যুর আগে বিয়ে দেয় নি? এর প্রতিশোধ নেওয়ার জন্য, মৃতের আত্মারা তাদের পরিবারের সদস্যদের রাতের ঘুম হারাম করে দেয়। তখন পরিবারের সদস্যরা রাতে নিশ্চিন্তে ঘুমাতে পারে না। ঘুমাতে গেলেই কে যেন তাদের ঘুমের ভিতরেই ভয় দেখাতে শুরু করে। ফলে পরিবারের সদস্যেরা খুবই ভীত এবং অশান্তিতে থাকে।
তাই পরিবারের সদস্যেরা অবিবাহিত মৃত পুরুষকে বিয়ে দেওয়ার জন্য তৎপর হয়ে উঠে। কিন্তু পাত্রী পবে কোথায়? কোনো জিন্দা নারী মৃতকে বিয়ে করতে চায় নাকি? চায় না, চাবেও না। তাই খোঁজ চলে এমন কোনো নারী, যে অবিবাহিত অবস্থায় মারা গেছে। খোঁজ পাওয়া গেলে, মৃত যুবকটিকে বর বেশে সাজানো হয়। মৃত নারীকে কবর থেকে তুলে আনা হয়। তুলে এনে তাকে বৌ বেশে সাজানো হয়। এরপর তাদের বিয়ে দেওয়া হয়।
বিয়ে দেওয়ার পর, তখন তাদের আবার কবরে শায়িত করানো হয়।
ওই এলাকার অনেক মানুষই খনিতে কাজ করে। আর জানোই তো খনিতে কাজ করা কতটা ঝুঁকিপূর্ণ। খনিতে কাজ করার ফলে অল্প বয়সে প্রাণ হারানো যুবকের সংখ্যাও তাই বেশী। যার ফলে তখন মৃত যুবকদের জন্য মৃত অবিবাহিত নারী খুঁজে পাওয়া অনেক দুষ্কর হয়ে পড়ে। তাই তখন যুবকদের কবরে শায়িত করে দেওয়া হয়। পরে যখন মৃত নারী খুঁজে পাওয়া যায়, তখন মৃতদের আবার কবর থেকে তুলে বিয়ে দেওয়া হয়।
তো বন্ধুরা কেমন লাগলে, আজকের এই মৃতদের বিয়ে করা নিয়ে লেখা আর্টিকেলটি? আমাদের দেশে এরকম রীতি থাকলে কেমন হতো? অবশ্যই কমেন্ট করে জানাবে।
ধন্যবাদ সকলকে।
তথ্যসূত্রঃ itibritto.com
ইমেইজ ক্রেডিটঃ pexels.com
ইমেইজ ডিজাইনঃ canva.com
0 মন্তব্যসমূহ