Looking For Anything Specific?

ads header

মৃতের সাথে বাস করে কারা?


তোমরা কি জানো, পৃথিবীতে এমন এক সম্প্রদায় আছে, যারা মৃতদের সাথে বছরের পর বছর বাস করে, যারা মৃতদেহ সৎকারের পর আবার তাকে কবর থেকে তুলে নিয়ে আসে পরিবারে। এরপর মৃতদের নতুন পোশাক পড়িয়ে দেওয়া হয়। তাদের জন্য মজাদার রান্না করা হয়। একই টেবিলে বসে মৃতদের সাথে তারা খায়। এমনকি মৃতদের সাথে সেলফিও তুলে তাদের পরিবারের সদস্যরা। কি অদ্ভুত রীতি, তাই না? চল আজকে তাহলে এই অদ্ভুত রীতি নিয়ে আলোচনা করা যাক।

বিশ্বে মৃতদেহ সৎকারের জন্য একেক ধর্মে একেক নিয়ম চালু আছে। কেউ মৃতদের কবর দেয়, কেউ আগুনে পুড়ায়, কেউ বা কফিনবদ্ধ করে রেখে দেয়। প্রাচীন মিশরের অধিবাসীরা মনে করত, মৃতরা মৃত্যুর পরে অন্য জগতে বাস করে। তাই তারা মৃতদের শরীরে ঔষধ লাগিয়ে দিয়ে, মৃতদের ব্যাবহার্য সমস্ত জিনিস দিয়ে কফিনে ঢুকিয়ে কবর দিত।

কিন্তু তোমাদের যদি কেউ বলে যে, পৃথিবীতে এমন এক সম্প্রদায় আছে, যারা মৃতদের সাথে বাস করে। তোমাদের তখন কেমন লাগবে? শুনেই কেমন গাঁ হিম হিম করছে। আমাদের মধ্যে অনেকেই তো ভুতে ভয় পাই। তাদের সামনে যদি মৃত মানুষকে কবর থেকে উঠিয়ে নিয়ে আসা হয় তবে সে তো ওখানেই অজ্ঞান হয়ে যাবে। তাহলে কোন সেই সম্প্রদায়, যে মৃতদের সাথে বাস করতে চায়?

এই সম্প্রদায় বাস করে ইন্দোনেশিয়ায়। বর্তমানে ইন্দোনেশিয়ার দক্ষিণ সুলাওয়েসি প্রদেশের ভূখণ্ডে তাদের বসবাস। আর এই উপজাতির মোট সংখ্যা প্রায় ১০ লক্ষ। আর এই উপজাতির নাম হচ্ছে টোরাজা বা তর্জা।

এই উপজাতির মানুষেরা মৃতদের সহজেই সৎকার করতে চায় না। সৎকার না করেই বছরের পর বছর রেখে দেয় তাদের বাড়িতে। মৃতদের জন্য ব্যাবস্থা করা হয় আলাদা ঘরের। সেই ঘরে থাকে বিছানা, জামাকাপড়সহ প্রয়োজনীয় সব আসবাবপত্র। এমনকি প্রতিদিন খাবারও দেওয়া হয়। এই ধরণের অদ্ভুত নিয়ম চলতে থাকে ততদিন পর্যন্ত, যতদিন তাদের অর্থ জোগাড় না হয়। কিসের অর্থ জানো? মৃতদের শ্রাদ্ধ শান্তির উদ্দেশ্যে জমকালো অনুষ্ঠানের জন্য যতদিন তাদের কাছে না টাকা জমা হচ্ছে, ততদিন তারা মৃতদের সাথে একই বাড়িতে বাস করে, মৃতদের কাপড় পড়ায়, খাবার দেয়।

এভাবে যেদিন তাদের কাছে অনেক টাকা জমা হয়, সেদিন তারা মৃতদের বিদায়ের জন্য অনেক আয়োজন করে। মহা আয়োজন করা হয়। মহিষ বলি দেওয়া হয়। তারা বিশ্বাস করে, মহিষ মৃত ব্যাক্তির আত্মা স্বর্গে পৌঁছে দিবে। অনুষ্ঠান শেষ করে তারা মৃতদের কবরস্থ করা হয়।

প্রতিবছর তারা মানেনে বলে একটা উৎসব পালন করে। এই উৎসব পালন করা হয় প্রতিবছর বর্ষাকালে। প্রতিবছর তারা বর্ষাকালে তাদের পরিবারের যারা মারা গেছে, সেসমস্ত মৃতদের তারা কবর থেকে তুলে নিয়ে আসে। সেই মৃত মানুষদের তারা ১মে গোসল করিয়ে পরিষ্কার করে দেয়। তারপর মৃতদের সুন্দর পোশাক পড়িয়ে দেয়। বেঁচে থাকাকালীন মৃতরা যেসব খাবার পছন্দ করে সেসমস্ত খাবার রান্না করা হয়। রান্না করার পর সেই সমস্ত খাবার মৃতদের সামনে সাজিয়ে দেওয়া হয়। একই টেবিলে বসে মৃতদের সাথে তারাও খায়। মৃতদের সাথে কথা বলে। শুধু তাই নয়, মৃতদের সাথে তারা সেলফিও তুলে। মৃতদের তারা কখনোই হাতছাড়া করতে চায় না। তাই তারা মৃতদের দূরে কোথাও কবর দেয় না। তাদের বাড়ির আশেপাশেই কবর দেয়। এমনকি মানেনে উৎসব পালন করে তারা প্রতিবছর বর্ষাকালে মৃতদের কবর থেকে উঠিয়ে তাদের সাথে সময় কাটায়। পরে আবার সেখানে সমাধিস্থ করে। তারা তাদের পরিবারের মৃত সদস্যদের নিজেদের সুখ দুঃখের সঙ্গে শামিল করতে এই ধরণের পথ বেঁছে নিয়েছে।

বিশ্বাস করা যায়, এমনও মানুষ আছে, যারা মৃতদের সাথে স্বেচ্ছায় বাস করতে চায়? বন্ধুরা তোমাদের কি মতামত? তোমরা এই প্রথাকে কি বলবে? সুন্দর প্রথা নাকি বর্বর? অবশ্যই কমেন্ট করে জানাবে।

ধন্যবাদ সকলকে।

ইমেইজ ক্রেডিটঃ pexels.com & unsplash.com

ইমেইজ ডিজাইনঃ canva.com

একটি মন্তব্য পোস্ট করুন

1 মন্তব্যসমূহ