Looking For Anything Specific?

ads header

আটলান্টিস সভ্যতা কোথায়? (#আটলান্টিস_রহস্য-০১)

হেই বন্ধুরা, আটলান্টিসকে তো আমরা অনেকেই চিনি। এই আটলান্টিসকে নিয়ে জানা-অজানা রহস্যের কোনো শেষ নেই। আমেরিকান মুভি কিংবা হলিউড মুভি, প্রায় অনেক সিনেমা তৈরি হয়েছে এই আটলান্টিসকে কেন্দ্র করে। এই আটলান্টিসকে ঘিরে তর্ক-বিতর্কেরও কোনো কমতি নেই। কেও কেও এই আটলান্টিসকে ১০০%ই বিশ্বাস করে, আবার কেও কেও এই আটলান্টিসকে শুধুই রূপকথার গল্প হিসেবে মনে করে।

বন্ধুরা আমাদের এই পৃথিবীতে অজানা রহস্যের কোনো শেষ নেই। চোখ-কান খোলা রাখলে তোমরা তোমাদের আশেপাশেই এমন কিছু জিনিস দেখবে, যা তোমাদের কাছে রহস্যময় লাগবে। এই পৃথিবীর তাই রহস্য কখনোই শেষ হবার নয়।

আমরা যারা অজানা রহস্য পড়তে ভালোবাসি, তাদের কাছে রহস্যময় খবর, তথ্য সবকিছুই পড়তে, দেখতে ভালো লাগে। তাই যারা তোমরা রহস্যময় স্থান, ঘটনা পড়তে চাও, তারা অবশ্যই আমাদের পাশে থেকে মূল্যবান কমেন্ট করে সামনে এগিয়ে যাওয়ার প্রেরণা জোগাবে।

সেসব কথা বাদ দেওয়া যাক। চল শুরু করি আজকের পর্ব।

বিশ্বে অবাক করা বিভিন্ন এডভেঞ্চারমুলক, রহস্যমূলক কাহিনীর মধ্যে এই আটলান্টিস অন্যতম। এই কাহিনীর উদ্ভব ঘটে একজন বিশ্ববিখ্যাত দার্শনিকের লেখার মধ্যে। যদিও তিনি তাঁর লেখা বইয়ে এই রহস্যময় কাহিনীর কথা বর্ণনা করতে গিয়ে সম্পূর্ণ করতে পারেন নি, তবুও এই কাহিনীকে নিয়ে মানুষের মাঝে একপ্রকার উদ্দীপনা জাগে। জ্ঞানপিপাসু মানুষ সবসময় এই কাহিনীর সত্যতা নিয়ে যাচাই-বাছাই করে। তাঁদের মধ্যে কেও কেও এই কাহিনীকে চিরন্তন সত্য বলেও মনে করেন, কেউ আবার এই কাহিনীকে শুধু রূপকথার গল্প হিসেবেই মনে করেন।

তো বন্ধুরা তোমরা কি জানো, এই আটলান্টিস কোথায় অবস্থিত?

অনেকেই বলবে, যে কাহিনীর সত্যতা নিয়েই সন্দেহ, সেই কাহিনী কোথায় ঘটেছে তা জানা যায় নাকি?

হ্যাঁ বন্ধুরা, তোমরা ঠিকই বলেছ। আজ পর্যন্ত কোনো বিজ্ঞানীই এই কাহিনীর উৎপত্তিস্থল কোথায় তা স্পষ্টভাবে বলতে পারেন নি, সুনির্দিষ্টভাবে ব্যাখ্যাও দিতে পারেন নি।

তবে যিনি এই কাহিনীর প্রবর্তক, তাঁর লেখা বই অনুযায়ী চিন্তা করলে, এই আটলান্টিস এর সঠিক নির্দেশ হতে পারে একটি মহাসাগরে। মহাসাগরটির নাম আটলান্টিক মহাসাগর। তাঁর লেখা বই অনুযায়ী এই মহাসাগরের কোনো একটি স্থানে এই আটলান্টিস সভ্যতার চিহ্ন থাকার কথা।

কিন্তু বিজ্ঞানীরা আজ পর্যন্তও ওই স্থান খুঁজে পান নি। কারো কারো মত আবার ভিন্ন ধরনের। তাদের মতামত হলো এই আটলান্টিস এর উৎপত্তিস্থল হয়তো স্পেন ও মরক্কোর জলসীমানায়।

তবে যাই হোক, বিজ্ঞানীরা বলেন এবং বিশ্বাসও করেন যে ভবিষ্যতে যদি এই আটলান্টিসকে খুঁজে পাওয়া সম্ভব হয়, তবে এর আয়তন হবে বিশাল। আমাদের সমগ্র এশিয়া ও লিবিয়ার অংশজুড়ে এর বিস্তার হবে।

কিন্তু সেটা কতদিনে খুঁজে বের করা যাবে, তা নিয়ে অনেক সন্দেহ রয়েছে বিজ্ঞানীদের মধ্যে। তাই এই কাহিনীকে অনেকেই একটি অমীমাংসিত মিথ হিসেবে বিবেচনা করে।

বন্ধুরা তোমাদের কি মতামত? এই আটলান্টিসের খোঁজ কি কখনো মিলবে? নাকি একটি অমীমাংসিত মিথ হিসেবে পৃথিবীর বুকে পড়ে থাকবে? অবশ্যই কমেন্ট করে জানাবে।

আর হ্যাঁ, তোমরা কি জানতে চাও, এই রহস্যময় কাহিনীর লেখক কে? কে এই বিশ্ববিখ্যাত দার্শনিক? তিনি এই কাহিনীকে কেমনভাবে উপস্থাপন করেন তাঁর লেখা বইয়ে?

বন্ধুরা, তোমরা কি এই রহস্যময় আটলান্টিক এর রহস্যময় কাহিনীটি জানতে চাও? অবশ্যই কমেন্ট করে জানাবে।

আমি এর পরের পর্বে এই রহস্যমূলক কাহিনী নিয়ে লেখার চেষ্টা করব।

তাই যারা সেটা পড়তে চাও, অবশ্যই আমাদের সাথে থাকবে।

প্রতিদিন আমাদের এই ব্লগে প্রবেশ করে নিত্য নতুন অজানা রহস্য পড়ার আমন্ত্রণ রইল। উপরের সার্চ বাটনে তোমাদের অজানা জিনিসের নাম লিখে সার্চ দিলে সেই অজানা রহস্যটি/তথ্যটি তোমরা পেয়ে যাবে। আর যদি না পাও, তবে কমেন্ট করে যেটা জানতে চাও সেটা লিখবে। তোমাদের কমেন্টের উত্তরে আমরা সেই বিষয়টি নিয়ে লেখার চেষ্টা করব।

আটলান্টিসের ২য় পর্ব এখানেঃ

২য় পর্ব এই লেখায় ক্লিক করলে ২য় পর্বে যেতে পারবে।

ধন্যবাদ সকলকে।

তথ্যসূত্রঃ আটলান্টিস উইকিপিডিয়া

ইমেইজ ক্রেডিটঃ pexels.com

ইমেইজ ডিজাইনঃ canva.com

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ